Title
সরাইল উপজেলায় এই প্রথমবারের মতো কাব হলিডে উদ্বোধন
Details
গত 03/10/2016ইং তারিখ রোজ সোমবার সময় সকাল 10.00 ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন সরাইল এ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ের কাব শিশুদের নিয়ে আয়োজন করা হয় "কাব হলিডে"। ছুটির দিনে আনন্দঘন পরিবেশে বৈচিত্র্যপূর্ণ কার্যক্রমের মাধ্যমে শিশুদের দক্ষতার মান যাচাই করা হয়।
গ্র্যান্ড ইয়েলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা নির্বাহী অফিসার, সরাইল ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, সরাইল উপজেলা।
কাব শিশুদের প্রশিক্ষণ দেন কসবা উপজেলা হতে আগত কাব শিক্ষক জনাব মোঃ মোশারফ হোসেন এবং জনাব মোঃ ছফিউল্লাহ (এএলটি) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী, কমিশনার এবং জনাব শেখ সাদী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, সরাইল উপজেলা।
সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হাসেম, উপ-কমিশনার, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল এবং জনাব ফারুখ আহম্মেদ (এলটি) উপ-পরিচালক, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কাব শিশু হিসেবে সৈয়দটুলা সরঃ প্রাঃ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী কাজী জান্নাতুল ফেনদৌসকে ক্রেস্ট প্রদান করা হয়।
রসুলপুর (উঃ) সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাম্মৎ খাদিজা বেগমকে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় এবং সরাইল মডেল সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শামছুল আলম কে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।