Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সরাইল উপজেলার বিভাগীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
Details

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত জেলা প্রশাসক রেজোয়ানুর রহমান সরাইল উপজেলাধীন বিভিন্ন  বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধিজনের সাথে মতবিনিময় করেছেন। ০৬ অক্টোবর’ বুধবার সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা এর সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আবদুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রূপক কুমার সাহা, সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সাধারণ সম্পাদক বদর উদ্দিন(বদু), সরাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আঃ জব্বার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সম্পাদক রোকেয়া বেগম, অরুয়াইল বাজার কমিটির সেক্রেটারী আবু তালেব প্রমূখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সকলের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ সেবায় সর্বোচ্ছ ত্যাগ স্বীকার করার জ্ন্য অনুরোধ করেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস Upazila ICT Training and Resource Centre for Education (UITRCE)পরিদর্শন করেন।

Images
Attachments