মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতীর সর্ব শ্রেষ্ঠ দিন। বহু সংগ্রাম, তাজা রক্ত, অনেক তাজা প্রাণ, মা-বোনদের সম্ভ্রমহানী এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বাঙ্গালী জাতি লাভ করে তাদের প্রিয় স্বাধীনতা। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য পালিত হয় ৪৫ তম মহান বিজয় দিবস।
বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শহীদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।সকাল ৮ টায় প্রধান অতিথি হিসেবে মাননীয় জাতীয় সংসদ সদস্য এড: জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-২ এর উপস্থিতিতে, এবং সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে, সরা্ইল অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধ বিষয়ক বিভিন্ন নাটিকা প্রদর্শিত হয়।
বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধ পবিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS