ডিজিটাল মার্কেটিং/ই-কমার্স প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরাইল উপজেলার বেকার যুবক ও যুব নারীদের সক্ষমতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিজিটাল মার্কেটিং/ ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ১৬-৩০ বছরের বেকার যুবক ও যুব নারীদের নিম্নবর্ণিত নিয়মাবলী ও শর্তাবলী অনুসরণপূর্বক সরাইল উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
ক্রমিক নং |
প্রশিক্ষণ কোর্সের নাম |
শিক্ষাগত যোগ্যতা |
কোর্সের মেয়াদ |
আবেদনপত্র গ্রহন ও জমাদানের শেষ তারিখ |
সাক্ষৎকারের তারিখ |
০১ |
ডিজিটাল মার্কেটিং/ ই-কমার্স |
নুন্যতম অষ্টম
|
০৭ দিন |
১৩-০২-২০২৩ খ্রিঃ
|
২০-০২-২০২৩ খ্রিঃ |
আবেদন ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলীঃ
(ক) আবেদনকারীকে অবশ্যই ১৬-৩০ বছরের বেকার যুবক বা যুব নারী হতে হবে এবং সরাইল উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(খ) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফর্ম http:// sarail.brahmanbaria.gov.bd ওয়েব সাইটের নোটিশ থেকে ডাউনলোড করা যাবে।
(গ) আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
(১) শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি (২) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (৩) সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত। সাক্ষৎকারের সময় সকল সনদের মূলকপি সাথে আনতে হবে।
(ঘ) আবেদন পত্র সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি কর্মকর্তা) এর কার্যালয় বা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় অথবা উপজেলা ডেভেলাপমেন্ট ফেসিলেটর এর কার্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়াতে জমা দিতে হবে।
(ঙ) সাক্ষৎকারের দিন সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি কর্মকর্তা) এর কার্যালয়ে সকাল ১১:০০ ঘটিকায় স্ব শরীরে উপস্থিত থাকতে হবে।
(চ) সাক্ষৎকারের সময় আবেদনকারীকে কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
(ছ) প্রশিক্ষণের সময় সকল নীতিমালা মেনে চলার মানসিকতা থাকতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS