Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি
Details

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নিজস্ব তহবিল হতে 2016-2017 অর্থ বছরে বাজেট বরাদ্দের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার স্থায়ী বাসিন্দা ও মেধাবী ছাত্র-ছাত্র যারা 2016 সনে এস.এস.সি ও এইচ.এস.সি এবং সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, তাদেরকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বৃত্তি প্রদানের জন্য জেলা পরিষদের নির্ধরিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

আবেদনের শর্তাবলী:

 

১। আবেদনকারীকে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। 2016 সনে অনুষ্ঠিত এস.এস.সি বা সমমানের পরীক্ষায় জি.পি এ 5.00 প্রাপ্ত হতে হবে।

৩। 2016 সনে অনুষ্ঠিত এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় জি.পি এ 5.00 প্রাপ্ত হতে হবে।

৪। মুক্তযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে পরীক্ষায় কমপক্ষে জি.পি.এ 4.70 অর্জন করতে হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল/মুক্তিযোদ্ধঅ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত সার্টিফিকেটের সত্যায়িত কপি সাথে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সন্তান হিসেবে প্রত্যয়ন দাখিল করতে হবে এবং আবেদনপত্র ও খামের উপর “মুক্তিযোদ্ধার সন্তান” কথাটি লিখতে হবে।

 

বিস্তারীত জানতে যোগাযোগ:

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

unosarail@mopa.gov.bd

ফোন:08527-56007

Attachments