ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এবার ৪০টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপতি হচ্ছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রশাসন সরাইল পূজা উদযাপন উপলক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে কন্ট্রোলরোম, ফ্রি মেডিক্যাল কেম্প সহ আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এবার অত্র উপজেলায় শান্তিপূর্ণ ভাবে পূজার সমাপ্তি হবে বলেও উপজেলা নির্বাহী অফিসার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলকে শারদীয় দূর্গাপূজার শুভাচ্ছো জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস